
বেসরকারি গবেষণা সংস্থা প্রো-পাবলিক ও গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। মানব স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নিয়োজিত কেন্দ্রীয় এই এজেন্সির বিজ্ঞান শাখা থেকে এতো কর্মীর চাকরি ছাড়ার পিছনের কারণ খুঁজতেই বেরিয়ে আসে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার বিষয়টি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইপিএ’র প্রশাসক পদে নিয়োগ দেন স্কট প্রুইটকে। যিনি এসময় বিজ্ঞানীদের উপহাস করতেন এবং এই এজেন্সির কার্যক্রম নিয়ে আইনি নোটিশও পাঠিয়েছিলেন স্কট।